কুমিল্লায় হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ জন আটক
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। পরে পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দেবীদ্বার উপজেলায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনকে সন্দেহভাজন মনে করে পুলিশ। পরিস্থিতি বিবেচনায় তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে স্থানীয়দের সহায়তা নেওয়া হয়। পরে নিশ্চিত হওয়া যায়, তারা হাসনাত আব্দুল্লাহরই কর্মী-সমর্থক। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, ‘রবিউল ও সজিব নামে দুজনকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজেই জানান, তারা তার কর্মী। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
পুলিশ জানায়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
১১৩ বার পড়া হয়েছে