সারাদেশ
সিরাজগঞ্জে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল রানা ওই এলাকার বাসিন্দা এবং মোয়াজ্জেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বড় বোন সম্পা খাতুন গত ৯ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানো হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
১৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন