১৩ বলের অস্বাভাবিক ওভার, রেকর্ড লজ্জায় আর্শদিপ; সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিউ চান্ডিগড়ে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৫১ রানের বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচ সিরিজে এই জয়ে ১-১ সমতা ফেরাল প্রোটিয়ারা। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ভারতীয় পেসার আর্শদিপ সিংয়ের অস্বস্তিকর এক পর্ব—১৩ বলের এক ওভার।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের একাদশ ওভারে প্রথম বলেই কুইন্টন ডি কক আর্শদিপকে ছক্কায় উড়িয়ে দেন। সেই আঘাত সামলাতে না সামলাতেই ছন্দ হারান বাঁহাতি এই পেসার। পরপর দুটি ওয়াইডের পর একটি ঠিকঠাক ডেলিভারি। কিন্তু তারপর ফের চারটি টানা ওয়াইড। এক ওভারে মোট ৭টি ওয়াইড দিতে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত এক ওভার সম্পন্ন করতে তাকে লাগে রেকর্ডময় ১৩টি বল, যেখানে রান খরচ হয় ১৮।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশের বোলারদের মধ্যে এক ওভারে সর্বাধিক বল করার রেকর্ডে ভাগ বসালেন আর্শদিপ। এর আগে একই সংখ্যক (১৩ বল) ওভার করেছিলেন আফগানিস্তানের নাভিন উল হক। ১২ বলের ওভার করে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সিসান্ডা মাগালা। ভারতীয় বোলারদের মধ্যে এতদিন দীর্ঘতম ওভারের রেকর্ড ছিল হার্দিক পান্ডিয়া ও খালিল আহমেদের দখলে (১১ বল)।
দিনটা আর্শদিপের জন্য আরও হতাশার ছিল। পাওয়ার প্লেতে প্রথম দুই ওভারে ২০ রান দেওয়ার পর এই এক ওভারেই যান ১৮ রানে। শেষ পর্যন্ত ৪ ওভারে ৫৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।
এর আগেই দক্ষিণ আফ্রিকা বড় রানের ভিত গড়ে নেয় ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে। ৪৬ বলের ইনিংসে ৯০ রান করে ম্যাচের গতিপথ একাই বদলে দেন তিনি। শেষ দিকে ডনোভান ফেরেইরা (১৬ বলে ৩০*) ও ডেভিড মিলার (১২ বলে ২০*) ঝড় তুললে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে Proteas সংগ্রহ দাঁড়ায় ২১৩।
ভারতের ব্যাটাররা জবাবে ব্যর্থ হয়ে বড় ব্যবধানে ম্যাচ হারালে সিরিজ এখন সমতায়।
১০৫ বার পড়া হয়েছে