ডেমরায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইরাম রেদওয়ান (২৫) এবং অপু আহমেদ (২৫)। ইরাম এআইইউবি’র শিক্ষার্থী ও অপু ইউআইইউ’র অনার্স তৃতীয় বর্ষে পড়তেন। তারা দুজনই ডেমরার চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন।
বন্ধু তাওসিফ জানান, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই বন্ধু। কোনাপাড়া এলাকায় পৌঁছালে ডিএনসিসির ময়লার গাড়ি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে