জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া সংস্থা জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। শুরুতে সংস্থাটি ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের কথা জানালেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ নিশ্চিত করা হয়।
আবহাওয়া সংস্থার তথ্যানুসারে, ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার পর্যন্ত সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
এর কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়, বলে জানিয়েছে আল জাজিরা।
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণেই নিয়মিত ভূকম্পনের সম্মুখীন হয় জাপান। ২০১১ সালের তোহোকু অঞ্চলের ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে গুরুতর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
১০৬ বার পড়া হয়েছে