মনির আলমের দুর্দান্ত গোলেই আবাহনীকে হারাল ব্রাদার্স ইউনিয়ন
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে বড় চমক দেখাল ব্রাদার্স ইউনিয়ন।
মঙ্গলবার শক্তিশালী আবাহনীকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেল গোপীবাগের দলটি।
খেলার ২৭তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া মনির আলমের দুর্দান্ত শটেই ম্যাচের পার্থক্য গড়ে যায়। লাফিয়ে ওঠা গোলকিপারকে পাশ কাটিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় ব্রাদার্স। এরপর ম্যাচে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করলেও আবাহনীর আক্রমণভাগ ব্যর্থতায় ভুগতে থাকে।
চলতি মৌসুমে লিগে খারাপ সময় পার করা আবাহনী ফেডারেশন কাপে জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ব্যর্থ হয় সমতায় ফিরতে। দ্বিতীয়ার্ধে সুলেমানে দিয়াবাতে, আল আমিন ও মোহাম্মদ ইব্রাহিমরা গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালালেও ব্রাদার্সের শক্ত রক্ষণভাগ বারবার প্রতিরোধ গড়ে তোলে।
আগের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করা ব্রাদার্স এই জয়ে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান নিয়েছে।
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে পিডাব্লিউডি। ৩ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে আবাহনী ও পিডাব্লিউডি, তবে আবাহনী এক ম্যাচ বেশি খেলেছে।
১০৭ বার পড়া হয়েছে