জাপানের উত্তর-পূর্বে ৭.৫ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ৩০
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বহু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা জানায়, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের পর আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ৫০ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। শুরুতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এটি ৭.৬ মাত্রার বলে জানালেও পরবর্তীতে জাপানি গণমাধ্যম ৭.৫ মাত্রা নিশ্চিত করে।
ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই তিন মিটার উচ্চতার সুনামির সম্ভাবনা জানিয়ে সতর্কতা জারি করা হয়। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হলেও উপকূলীয় কিছু এলাকায় প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, আগামী কয়েকদিন বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা থাকায় নাগরিকদের অন্তত এক সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৯০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আওমোরি অঞ্চলের প্রশাসন জানায়, প্রায় ২ হাজার ৭০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি উত্তর-পূর্ব উপকূলজুড়ে বেশ কয়েকটি ট্রেন সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী একটি বিশেষ ভূমিকম্প জরুরি দপ্তর গঠন করেছেন এবং সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের অধীনে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা।
তোহোকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, হিগাশিদোরি ও ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
১২৪ বার পড়া হয়েছে