নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করেছে সরকার
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাইজেরিয়ার নাইজার রাজ্যে নভেম্বর মাসে একটি বড় স্কুল অপহরণের ঘটনায় ১০০ শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে দেশটির সরকার।
খবরটি স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশনের বরাতে সিএনএন প্রকাশ করেছে।
স্থানীয় খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর পাপিরি অঞ্চলের সেন্ট মেরিস ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৩০৩ জন শিশু ও ১২ জন স্কুলকর্মীকে অপহরণ করে। ঘটনার পরপরই ৫০ জন শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়। বাকি শিশু ও স্কুলকর্মীদের অবস্থান নিয়ে দীর্ঘ সময় ধরে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে ছয় বছরেরও ছোট শিশুরাও ছিলেন।
চ্যানেলস টেলিভিশন শিশুসহ ১০০ জনকে কিভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। নাইজার রাজ্য প্রশাসন ও খ্রিষ্টান অ্যাসোসিয়েশনও শিশুদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছে। খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার নাইজার রাজ্য প্রধানের মুখপাত্র ড্যানিয়েল আটোরি বলেন, 'আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না এবং ফেডারেল সরকার থেকেও কোনো বার্তা পাইনি। তবে আমরা আশা করি এবং প্রার্থনা করি এটি সত্য হোক।'
সিএনএন উল্লেখ করেছে, চিবোক গণঅপহরণের এক দশক পর এই স্কুলে হামলা নাইজেরিয়ার দীর্ঘমেয়াদি নিরাপত্তা সংকটকে আবার সামনে এনেছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটিতে খ্রিস্টানদের প্রতি কথিত দুর্ব্যবহারের অভিযোগে কঠোর নজরদারি শুরু করেছেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নূহু রিবাদুর সঙ্গে আবুজায় সাক্ষাৎ করেছেন। বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং নাইজেরিয়া-যুক্তরাষ্ট্র নিরাপত্তা অংশীদারিত্ব জোরদারের বিষয় আলোচনা হয়েছে।
১৮০ বার পড়া হয়েছে