সারাদেশ
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এবং তিনিই জাতির অভিভাবকের ভূমিকা পালন করেছেন।
বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা : মুরাদ
মোঃ রাসেল হোসেন, ধামরাই
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এবং তিনিই জাতির অভিভাবকের ভূমিকা পালন করেছেন।
শনিবার আছরের নামাজের পর ধামরাইয়ের রাজনগর খেলার মাঠে সুয়াপুর, নান্নার ও রোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইয়াসিন ফেরদৌস মুরাদ আরও বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন