গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, গণতন্ত্র বিরোধী শক্তিকে আবারও মাথাচাড়া দিতে দেওয়া না হলে গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান বলেন, '৬ ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনে রক্তাক্ত পথ পাড়ি দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।' তিনি আরও উল্লেখ করেন, ১৯৮২ সালের ২৪ মার্চ হোসেইন মোহাম্মদ এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে অসাংবিধানিক শাসন চালু করেন, যা গণতন্ত্র হত্যা হিসেবে পরিচিত।
বিএনপি নেতা তারেক রহমান বলেন, 'স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, তা একনায়ক শাসকের সময়ে ধ্বংসপ্রাপ্ত হয়। তবে দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ নয় বছর ধরে আপোষহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।'
তিনি আরও উল্লেখ করেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার মিলিত শক্তির মাধ্যমে স্বৈরাচার পরাজিত হয় এবং গণতন্ত্র মুক্ত হয়। এছাড়া তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টও ছাত্র-জনতা আবারও একটি হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে। তিনি আওয়ামী লীগকে ইতিহাসে গণতন্ত্রের ভয়ংকর শত্রু হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, শেখ হাসিনার শাসনে গণতান্ত্রিক মূল্যবোধহীনতার শিকার হয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া ও জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা।
তারেক রহমান বলেন, 'আজ আমরা ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। গণতন্ত্র পুনরুদ্ধারের এ স্মরণীয় দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দেশবাসীকে অভিনন্দন জানাই।'
১১২ বার পড়া হয়েছে