সাহিত্য
মরণভয়ে অস্থির মানুষ,
ভান
লাকি জাদু
বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ২:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
মরণভয়ে অস্থির মানুষ,
এক মুহূর্তে বদলায় চরিত্র—
নম্রতা ঝরে পড়ে চোখে,
ভালো হওয়ার এক অদ্ভুত ভান।
কিন্তু ভয় থামলেই ফেরে আগের রূপ,
ফেরে আসে পুরোনো ভণ্ডামির অভিযান
যে মানুষটাকে একটু আগে
নরম তুলোর মতো লাগছিল—
হঠাৎই সে আবার কঠিন পাথর,
চেনা মুখোশে ফিরে পাওয়া যায় তাকে।
মৃত্যুর ছায়া শুধু মনে করিয়ে দেয়,
জীবন কত ক্ষণিক, কত অনিশ্চিত—
তবু মানুষ বদলায় না পুরো,
ফিরে যায় অভ্যাসের পুরনো দাগে,
জীবনের ভণ্ড হাসির বাজারে
আবার নতুন নাটক সাজায় সে
ঠিক ছিলো যেমনটি আগে।
১৫১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন