সাহিত্য
কি মায়ায় বাধিয়াছো মোরে
জননী জন্মভূমি
রত্নপ্রিয়া
বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কি মায়ায় বাধিয়াছো মোরে
ও গো জন্মভূমি মাতা।
দেখিয়া নয়নে, হাতের পরশে
মিটে না যে তিয়াসা।
নদীর ধারে জল আনিবার ছলে
দেখি শঙ্খচিলের মেলা।
ওই দূর জলে ঝাপটিয়ে পরে
স্রোতস্বিনী বুকে ছেলেদের দল
পরম মমতায় দিয়াছো ঠাঁই
আপন স্নেহের ধন।
রাখনি বাকি বিন্দু শষ্য খানি
বক্ষ চিরিয়া করিয়াছো দান
তবু বাঁচুক তোমার মানিক- মনি।
মমতাময়ী মাগো,শীতল করিতে দেহ
দিয়াছো বৃক্ষ -রাজি
আপন স্বার্থে করিলাম নাশ
অ-মূল্য সে ধন বৃক্ষ আজি।
তবু না ছাড়ো,আঞ্চলে বাধ
সন্তান যে তোমারি।
ধন্য মাগো জন্ম আমার
হয়ে,সন্তান তোমারি।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন