ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগ সরকারের সময় র্যাব–টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দেয়। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।
বুধবার ছিল মামলার অভিযোগ গঠনের নির্ধারিত দিন। প্রসিকিউশনের পক্ষে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ পাঠ উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাবারক হোসেন শুনানিতে অংশ নিয়ে সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন তুলে ধরেন। ট্রাইব্যুনাল আবেদনটির ভিত্তি জানতে চাইলে তিনি জানান, আসামিরা সেনাবাহিনীর সদস্য হওয়ায় তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং এতে ভবিষ্যতে বাহিনীতে ফেরত যাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে।
ট্রাইব্যুনাল জানায়, আসামিদের বিচারের সঙ্গে তাদের বাহিনীগত পরিচয়ের সম্পর্ক নেই এবং আদালতে হাজিরা দেওয়ার ক্ষেত্রে সশরীরে উপস্থিতির প্রয়োজনীয়তা আইনেই নির্ধারিত। প্রসিকিউশনও জানায় যে ট্রাইব্যুনাল আইনে ভার্চুয়াল হাজিরার সুযোগ রাখার বিধান নেই।
এরপর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে আসামিদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ করে।
মামলাটিতে মোট ১৭ জন আসামি রয়েছেন। গ্রেপ্তার হওয়া ১০ জন আসামি হলেন র্যাবের বিভিন্ন সময়ের সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, যাদের বুধবার সকালে আদালতে হাজির করা হয়। বাকিরা পলাতক বলে জানা গেছে।
১০২ বার পড়া হয়েছে