ভুয়া সাংবাদিক শনাক্তে কিউআর কোড ব্যবস্থা আনছে ইসি
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া সাংবাদিকদের শনাক্ত করতে কিউআর কোড ব্যবস্থা আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, 'ভুয়া সাংবাদিকরা যাতে কোনো ভোটকেন্দ্রে কার্ড নিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে আমরা কিউআর কোড ব্যবস্থার পরিকল্পনা করছি। দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে পুনরায় মেরামতের চেষ্টা করছি।'
তিনি আরও বলেন, 'আগামী নির্বাচনের মাধ্যমে আমরা দেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যত নির্ধারণের একটি ‘টোন সেটিং’ করতে চাই। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবাইকে দায়িত্ববোধের সঙ্গে অংশগ্রহণ করতে হবে। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে সম্ভব নয়।'
নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নিবেন। ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধির সুযোগ নেই। আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কর্মশালায় ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সভাপতিত্ব করেন। এছাড়া ইসি সচিব আখতার আহমেদ বক্তব্য রাখেন।
১১৬ বার পড়া হয়েছে