জাতীয়
সচিবালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, তা সরকারের সঙ্গে কোনো সমন্বয় বা অনুমোদন ছাড়াই হয়েছে।
ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সচিবালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, তা সরকারের সঙ্গে কোনো সমন্বয় বা অনুমোদন ছাড়াই হয়েছে।
'আমরা মাত্র আধা ঘণ্টা আগে এই দামের বৃদ্ধির খবর পেয়েছি। কোম্পানিগুলো সমন্বিতভাবে একত্রে দাম বাড়িয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,' বলেন তিনি।
উল্লেখ্য, বাজারজাতকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সয়াবিন তেলের প্রতি লিটার দামের মধ্যে ৯ টাকা বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধি নিয়ে আগামী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করব। এই বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই।'
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন