ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৪শ' ছাড়িয়েছে, শত শত নিখোঁজ
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় সেনইয়ারের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, অনেকে ভূমিধসে মাটির নিচে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা দ্বীপের আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তাপানুলি ও সিবোলগা এলাকায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি ও আন্তর্জাতিক সহায়তা আকাশপথ ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনও পৌঁছায়নি। খাদ্য ও পানির তীব্র সংকটে ক্ষতিগ্রস্তদের মধ্যে দোকানভাঙচুর ও খাদ্য লুটের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা ঘরবাড়ি ছাড়তে চাইছেন না, কারণ বন্যা থেমে যাওয়ার পরও ঘর, ফসল ও যানবাহন কাদামাটিতে ডুবে রয়েছে। পশ্চিম সুমাত্রার পদাং থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সুংগাই নিয়ালো গ্রামে এখনও রাস্তা পরিষ্কার হয়নি। এই অবস্থায় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য বিনামূল্যে স্টারলিংক সেবা প্রদানের ঘোষণা দিয়েছেন।
একই সময়ে থাইল্যান্ডে ১৭০ জন, মালয়েশিয়ায় অজস্র মানুষ এবং শ্রীলঙ্কায় ৩৩০ জনের বেশি মানুষ বন্যা ও ভূমিধসে মারা গেছেন। ফিলিপাইনে বন্যার পর সরকারি তহবিল আত্মসাতের অভিযোগের কারণে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং দুর্নীতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
১০৫ বার পড়া হয়েছে