সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় হার, তবুও আশাবাদী লিটন দাস
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সিরিজের সূচনা হলো হতাশায়। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ৩৯ রানে হারে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের টার্গেটে তাড়া করতে নেমে স্বাগতিকরা থামে ১৪২ রানে।
শীতকালীন কুয়াশা ও শিশিরে বোলারদের জন্য কঠিন পরিস্থিতির আশঙ্কা থাকলেও বাংলাদেশি বোলারদের মধ্যে বেশ কয়েকজনই খরুচে ছিলেন। তবে মোস্তাফিজুর রহমানের বোলিং ছিল ব্যতিক্রম। ম্যাচশেষে অধিনায়ক লিটন দাস বোলারদের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি জানিয়ে বলেন, 'বোলাররা দারুণ করেছে, বিশেষ করে মোস্তাফিজ। আরও একটু শৃঙ্খলাপূর্ণ বোলিং হলে ২৫-৩০ রান কম রাখতে পারতাম।'
হারের পরও দল নিয়ে আস্থা হারাননি লিটন দাস। তিনি বলেন, 'আমি এখনো আমার দলকে বিশ্বাস করি। আমরা আমাদের ক্রিকেট খেলতে পারলে এই দলকে হারাতে পারবো।'
হারের মধ্যেও একটি বড় ইতিবাচক দিক ছিল তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাট করলেও সঙ্গীর অভাবে দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। হৃদয়ের ব্যাটিংয়ে বেশ খুশি অধিনায়ক, 'হৃদয় ফিরেছে-এটা দারুণ। সে আমাদের জন্য খুব ভালো ব্যাট করেছে। সিরিজের বাকি ম্যাচগুলোতেও সে যেন এমন খেলতে পারে-এই আশা করি।'
সিরিজে টিকে থাকতে আগামীকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
১০২ বার পড়া হয়েছে