ঢাকায় আবারও ৩.৬ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকা ও এর আশপাশে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৩.৬। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে।
এর আগে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে মাধবদীতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ঘটেছিল। এতে তিন জেলায় অন্তত ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হয়। বহু ভবনে ফাটল দেখা যায় এবং কোথাও কোথাও ভবন হেলে পড়েছে।
এরপর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে। একই দিন সন্ধ্যায় রাজধানীতে দুটি পরপর ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে বাড্ডায় ৩.৭ মাত্রার, এবং এক সেকেন্ড পর নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প ঘটে।
আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প সংক্রান্ত তাজা তথ্য পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
১২৬ বার পড়া হয়েছে