বাফুফে’র টাইটেল স্পন্সর ঘোষণা ঘিরে নতুন বিতর্ক
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন প্রিমিয়ার লিগের লোগো ও টাইটেল স্পন্সর ঘোষণা করার পর থেকেই সমালোচনার মুখে। লোগোর নকলের অভিযোগের ঠিক পরেই এবার টাইটেল স্পন্সর নিয়ে বড়সড় ধাক্কা খেল বাফুফে।
বাফুফে জানিয়েছিল, মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেট্রোনাস বাংলাদেশের প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। তবে পেট্রোনাস দ্রুত এক প্রাতিষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানায় যে, তাদের সঙ্গে বাফুফের কোনো চুক্তি নেই এবং লিগের সঙ্গে তাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি।
মালয়েশিয়ান ফুটবলভক্তদের মধ্যে প্রথমেই ক্ষোভ সৃষ্টি হয়। তারা প্রশ্ন তুলেছে, কেন দেশীয় ফুটবলে বিনিয়োগ না করে পেট্রোনাস বাংলাদেশে অর্থ বিনিয়োগ করছে। বিবৃতিতে কোম্পানি এ দাবি সরাসরি অস্বীকার করেছে।
এর আগে লিগের নতুন লোগো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বিদেশি একটি অ্যাপের লোগোর সঙ্গে লিগের নতুন লোগোর মিল পাওয়া যায়। লিগ কমিটির সদস্য ফাহাদ করিম জানিয়েছিলেন, লোগো প্রস্তুতিতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে এবং যে কোনো সামঞ্জস্য কেবল কাকতালীয়।
মাঠের বাইরে এই অপ্রত্যাশিত ঘটনায় বিতর্ক থাকলেও, আজ এক মাসের বিরতির পর প্রিমিয়ার লিগ আবারও মাঠে গড়াচ্ছে। তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে।
১১১ বার পড়া হয়েছে