আশাশুনিতে বিএনপির নেতা কাজী আলাউদ্দীনের জনসভায় মানুষের ঢল
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে আনুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় হাজারো নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. নুরুল হক খোকনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, স.ম হেদায়েতুল ইসলাম, চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, নির্বাচিত হলে এক বছরের মধ্যে আশাশুনি উপজেলার বেড়িবাঁধ মজবুতকরণ, জলবদ্ধতা নিরসন, উপকূল এলাকায় সুপেয় পানির ব্যবস্থা এবং আশাশুনিকে একটি ইকোনমিক জোনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, “মা-বোনদের আর ঢাকায় গার্মেন্টসে গিয়ে চাকরি করতে হবে না; আশাশুনিতেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
নেতা-কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
১১২ বার পড়া হয়েছে