সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা প্রেসক্লাবে জটিলতা: ‘ভুয়া কমিটি’ নিয়ে সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা প্রেসক্লাবকে কেন্দ্র করে আবারও উত্তাপ ছড়িয়েছে। ভারমুক্তি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় মনিরুল ইসলাম মিনি ও আব্দুল বারীর নেতৃত্বে ঘোষিত একটি "ভুয়া কমিটি" নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ নির্বাহী কমিটির সদস্যরা।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, দীর্ঘ দিন ধরে দখলদারিত্বমুক্ত করে প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের দখলে ফিরিয়ে আনতে মূলধারার শতাধিক সংবাদকর্মী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ প্রক্রিয়ার মধ্যেই কিছু ব্যক্তির অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ করেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার নামে নাটক সাজিয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি, অগ্রহণযোগ্য এবং সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা। সাতক্ষীরার সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি এই কমিটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন না করার আহ্বান জানানো হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য–সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার।

নেতারা আশা প্রকাশ করেন, দ্রুতই চলমান সংকটের স্থায়ী সমাধান হবে এবং প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করে কার্যক্রমে ফিরতে পারবে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন