শিক্ষা
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রোববার (২৩ নভেম্বর) নির্ধারিত প্রথম থেকে নবম শ্রেণির সব বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রোববারের সব পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রোববার (২৩ নভেম্বর) নির্ধারিত প্রথম থেকে নবম শ্রেণির সব বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার রাত পৌনে ১টার দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৩ নভেম্বর তারিখের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে পরীক্ষার সংশোধিত সময়সূচি জানানো হবে।
তবে কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠদান কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর