চতুর্থ দিনের শুরুতেই বিপাকে বাংলাদেশ, টানা দুই উইকেটের পতন
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। দিনের প্রথম ছয় বলের মধ্যেই দু’টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
ব্যক্তিগত ৭৮ রানে বিদায় নেন সাদমান ইসলাম, এরপর মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম তিন ওভারেই আসে তিনটি বাউন্ডারি—দুটি সাদমানের ব্যাটে, একটি মুমিনুলের। দুজনই মসৃণভাবেই এগোচ্ছিলেন, কিন্তু ৭৮ রানে ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান সাদমান। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রয়ে গেল তাঁর। দলীয় ১৭৩ রানে ভাঙে দ্বিতীয় উইকেট জুটি।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক শান্ত। কিন্তু পাঁচ বলের বেশি স্থায়ী হতে পারেননি তিনি। নেইল জর্ডানের বলে গালিতে অ্যান্ডি বালবার্নির হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন। ফলে ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
৪৫ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮৫। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ রানে। মুমিনুল হক ৩২ ও শততম টেস্টে মাঠে নামা মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত রয়েছেন।
১০৭ বার পড়া হয়েছে