সর্বশেষ

আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক : অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক।'

তিনি আরো বলেন, 'এখন থেকে ভোটপ্রক্রিয়া হবে আরো স্বচ্ছ; দিনের ভোট রাতের মধ্যে সম্পন্ন হবে, আর মৃত ব্যক্তির ভোট ব্যবহারের কোনো সুযোগ থাকবে না।'

আজ বৃহস্পতিবার এই মন্তব্য তিনি করেন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি রায়ের প্রাথমিক প্রতিক্রিয়ায়। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর জানা যাবে, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এবং ব্যবস্থা হবে পূর্বের মতো নাকি জুলাই সনদ অনুযায়ী।

রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল বলেন, 'পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান প্রণয়ন করা উচিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, তবে এর কাঠামো নির্ধারণ করবে পরবর্তী সংসদ।'

এর আগে, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হলেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। রায়ে বলা হয়েছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন