এবার সুদান সংকট সমাধানে মধ্যস্থতায় নামছেন ট্রাম্প
বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুদানে চলমান সংঘাত ও মানবিক বিপর্যয় নিরসনে উদ্যোগ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুরোধের পরই তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সুদানের মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে। তিনি জানান, খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ বিভিন্ন আঞ্চলিক মধ্যস্থতাকারীকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন নতুন প্রচেষ্টা শুরু করবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, 'সৌদি ক্রাউন প্রিন্স চান আমি সুদানের বিষয়ে জোরালো পদক্ষেপ নেই। শুরুতে এতে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল না আমার। মনে হয়েছিল পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু বুঝেছি এটি সৌদি আরব ও তার মিত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা কাজ শুরু করতে যাচ্ছি- যদিও কাজটি সহজ হবে না।'
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মোহাম্মদ বিন সালমান বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে অনুরোধ জানান। উল্লেখযোগ্যভাবে, ট্রাম্প দাবি করে আসছেন যে তিনি দায়িত্বকালীন সময়ে সাতটি যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন। যদিও এ দাবিকে ঘিরে বিতর্কও রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে