মধ্য জাভায় টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস, মৃত কমপক্ষে ১৮
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে টানা বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, গত সপ্তাহে সিলাকাপ শহরের সিবেউনিং গ্রামে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে এক ডজনেরও বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। মানুষ ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়ায় উদ্ধারকর্মীদের জন্য অভিযানটি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় প্রধান এম আবদুল্লাহ জানান, সিলাকাপের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, আর নিখোঁজ রয়েছেন আরও ৭ জন।
অন্যদিকে, মধ্য জাভার বানজারনেগারা এলাকায় গত শনিবার আরেকটি ভূমিধসে পৃথকভাবে দুইজন নিহত হয়েছেন। সেখানে এখনও ২৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ৩০টিরও বেশি বাড়িঘর ও কৃষিখামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে বর্ষা মৌসুম সাধারণত সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত স্থায়ী হয়। চলতি মৌসুমের তীব্র বর্ষণে দেশজুড়ে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বেড়ে গেছে।
১০৬ বার পড়া হয়েছে