সর্বশেষ

আন্তর্জাতিক

বিহার নির্বাচনে এনডিএর বিপুল জয়, পশ্চিমবঙ্গে জয়ের বার্তা দেখছেন মোদি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিহারে সদ্য সমাপ্ত ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে দ্বাদশবারের মতো ক্ষমতা দখল করল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।

দুটি দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। ভোটগণনা শেষে শুক্রবার রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

দুই প্রধান জোট- বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। ঘোষিত ফল অনুযায়ী, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে বিজয়ী হয় এনডিএ। মহাগঠবন্ধন পায় মাত্র ৩৫টি আসন।

এনডিএর মধ্যে সবচেয়ে বেশি ৮৯টি আসন পেয়ে শীর্ষে রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ জিতেছে ৮৫টিতে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা দখল করেছে ৫টি আসন।

প্রশান্ত কিশোরের নবগঠিত জন সুরাজ পার্টিকে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত দলটি একটি আসনও অর্জন করতে পারেনি। বিপরীতে ‘ডার্ক হর্স’ হয়ে চমক দেখিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির মিম, পাঁচটি আসনে জয় পেয়ে।

ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএর এই জয়কে বিহারের তরুণ ও নারীদের সমর্থনের ফল বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি দাবি করেন, সংখ্যালঘু তোষণের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।

পশ্চিমবঙ্গের আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদি আরও বলেন, 'গঙ্গা যেভাবে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়, ঠিক তেমনই বিহারের এই বিজয় বাংলায় বিজেপির জয়ের পথ তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করছি-জঙ্গলরাজ উপড়ে ফেলতে আমরা আপনাদের সঙ্গে আছি।'

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন