সারাদেশ
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ সময় হামলাকারীর আঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন।
রাজশাহীতে বিচারকের বাসায় ছুরিকাঘাতে সন্তান নিহত, স্ত্রী আহত
রাজশাহী প্রতিনিধি
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ সময় হামলাকারীর আঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সুমন সপ্তম শ্রেণির ছাত্র।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত তাওসিফ মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। ঘটনার সময় বিচারক নিজ বাসায় উপস্থিত ছিলেন না। বাইরে থেকে এক যুবক বিচারকের স্ত্রীর ভাই পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে এবং কিছুক্ষণ পরেই হামলার ঘটনা ঘটায়।
তাসমিন নাহার হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের মুখপাত্র।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর