বলিউড হিরো গোবিন্দ হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তিনি হঠাৎ অসুস্থবোধ করলে বাড়িতে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুতই তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
গোবিন্দের বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল ইন্ডিয়া টুডেকে জানান, 'তিনি কিছুটা বিভ্রান্ত এবং ভারসাম্যহীন অনুভব করছিলেন। সব ধরনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং নিউরো বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষায় রয়েছেন।'
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত গোবিন্দের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে গোবিন্দ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন।
গোবিন্দ নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক। তাঁর পরিচিত হিট সিনেমার মধ্যে রয়েছে ‘আঁখে’, ‘হাসিনা মান জায়েগি’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘ভাগম ভাগ’, ‘স্বর্গ’, ‘রাজা বাবু’, ‘খুদগর্জ’, ‘পার্টনার’, ‘হিরো নম্বর ওয়ান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ১৯৮৬ সালে ‘ইলজাম’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। কৌতুক, নাচ এবং সংলাপের স্বতন্ত্র ভঙ্গিতে গোবিন্দ দীর্ঘ ক্যারিয়ারে ১৪০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্রে তার উপস্থিতি সীমিত হলেও রিয়েলিটি শো ও বিশেষ উপস্থিতির মাধ্যমে তিনি এখনও দর্শকের প্রিয় মুখ।
১১২ বার পড়া হয়েছে