সারাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার সকাল ১০টার দিকে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, রেলপথে চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার সকাল ১০টার দিকে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জ থেকে গৌরীপুরের দিকে যাত্রা করছিল ট্রেনটি। ইঞ্জিনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ট্রেনকর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন। এই ঘটনায় কেউ হতাহত হননি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, 'গৌরীপুরের কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়, ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।'
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিকল ইঞ্জিনের পরিবর্তন ও মেরামতের কাজ চলছে। এ পর্যন্ত রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর