যুক্তরাষ্ট্র প্রবাসী পাইলট রিয়ানার মরদেহ পশুর নদীতে উদ্ধার
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের পশুর নদীতে ট্রলার উল্টে নিখোঁজ থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার দেহ পাওয়া যায়।
নিহত রিয়ানা ঢাকার উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে এবং বরিশালের সন্তান। তিনি পেশায় পাইলট ছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন।
পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে যায়। ট্রলারে থাকা ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় সবাই নদীতে পড়ে যান। কেউ কেউ সাঁতরে কুলে ওঠেন, আর কিছুজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। তবে রিয়ানা নিখোঁজ ছিলেন।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে।
পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার আগে রিয়ানা ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’-তে রাত যাপন করেছিলেন।
১৫৪ বার পড়া হয়েছে