নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের বিষয়টি আমরা এখনই চূড়ান্তভাবে বলতে পারছি না। বিষয়টি কতদূর যায়, সেটি দেখা যাক। আগামী সরকার হয়তো সেটি অনুমোদন দিতে পারে। আমরা কেবল প্রক্রিয়াটি শুরু করেছি।
তিনি জানান, আইএমএফের সঙ্গে সরকারের চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ১৫ তারিখে আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত বৈঠক হবে। এর আগে জুম মিটিংয়ে তারা বলেছে, তোমাদের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আমরা খুশি। তোমরা যা করার চেষ্টা করছ, তা যথাযথভাবে করছ, বলেন সালেহউদ্দিন আহমেদ।
আইএমএফের কিছু সুপারিশের বিষয়ে তিনি বলেন, রাজস্ব আয় বাড়ানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত কম। অনেকেই কর দিতে চান না, আবার এনবিআর দুই মাস বন্ধ থাকায় রাজস্ব ঘাটতি বেড়েছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তিনি উল্লেখ করেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ সামাজিক সুরক্ষা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য খাতে ব্যয় বাড়ানোর সুপারিশ করেছে। খাদ্যখাতে আমরা ভালো করছি, তবে অন্য খাতগুলোতেও জোর দিতে হবে, তিনি যোগ করেন।
নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম শেষ করা সম্ভব কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমরা যা করেছি, সেটাকে কনসলিডেট করব। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা একটি ভালোভাবে প্যাকেজিং করে আগামী সরকারের হাতে তুলে দেব। বড় সংস্কারগুলো আগামী সরকার বাস্তবায়ন করবে।
তিনি জানান, কর ব্যবস্থা উন্নয়নে ইতোমধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে, যেখানে অর্থনীতিবিদরাও যুক্ত আছেন।
ব্যাংক খাতকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং সেক্টর সংস্কারের কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে বাকি পদক্ষেপও নেওয়া হবে।
আইএমএফ ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কি না- এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এখন কোনো তাড়াহুড়ো নেই। তারা রিভিউ সম্পন্ন করেছে। রাজনৈতিক সরকার আসার পর ফেব্রুয়ারির দিকে আবার পর্যালোচনায় আসবে, তারপরই তারা সিদ্ধান্ত নেবে।
১২০ বার পড়া হয়েছে