বাংলাদেশের ফ্রেন্ডশিপ জিতল ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ-বিষয়ক পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জয় করেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ (Friendship)।
উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়নের উদ্ভাবনী উদ্যোগের জন্য সংস্থাটি ‘Fix Our Climate’ বিভাগে এই সম্মান অর্জন করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান সংস্থার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জার্মানির কিংবদন্তি ফর্মুলা ওয়ান চালক সেবাস্টিয়ান ভেটেল।
অনুষ্ঠানে রুনা খান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়নের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দ্য আর্থশট প্রাইজ পাওয়া আমাদের জন্য বিশাল সম্মানের বিষয়। এই স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। এটি আমাদের দায়িত্ববোধকে আরও গভীর করেছে।
তিনি আরও যোগ করেন, এই অর্জন শুধু ফ্রেন্ডশিপের নয়, বরং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সেইসব মানুষদের- যাদের পাশে আমরা কাজ করি- তাদেরও।
উল্লেখ্য, পরিবেশ রক্ষায় বৈপ্লবিক উদ্যোগকে উৎসাহিত করতে ২০২০ সালে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ‘দি আর্থশট প্রাইজ’ চালু করেন। প্রতি বছর পাঁচটি ক্যাটাগরিতে বিশ্বজুড়ে অনন্য উদ্যোগগুলোর মধ্যে থেকে বিজয়ী নির্বাচন করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম বলেন, এই বিজয়ীরা সত্যিকারের ‘অ্যাকশন হিরো’, যারা নিজেদের কাজের মাধ্যমে পৃথিবীকে টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নিচ্ছেন। এই পুরস্কারের অর্থমূল্য হিসেবে ফ্রেন্ডশিপ পাবে ১০ লাখ পাউন্ড।
১৪৬ বার পড়া হয়েছে