হংকং সিক্সেস টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া হারাল বাংলাদেশকে
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরে পথ হারালো।
টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ৯৫ রানেই থামে।
ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনাররা বাংলাদেশের বোলারদের ওপর আক্রমণাত্মক ধারা দেখায়। ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রানে রিটায়ার্ড হার্ট হন বেন ম্যাকডারমট। অন্যদিকে অধিনায়ক অ্যালেক্স ক্রস ১১ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন। উইলিয়াম বশিস্টো ৬ বলে ৩০ রান করেন।
বাংলাদেশের বোলিংয়ে রাকিবুল হাসান ইনিংসের প্রথম ওভারে ২৪ রান দেন, তবে জ্যাক উডকে ফিরিয়েছেন। স্পিনার মোসাদ্দেক হোসেন পরের ওভারে ২৫ রান দিয়ে বশিস্টোকে ফেরান। এরপর কোনো উইকেট নিতে পারেননি বাকি বোলাররা। তৃতীয় ওভারেই আবু হায়দার ১৮ রান দিয়ে সবচেয়ে কম রান দেন। পঞ্চম ওভারে ক্রস হাবিবুর রহমানের ওপর আক্রমণ চালিয়ে ৩৪ রান তোলেন। শেষ ওভারে আবু হায়দার ২৮ রান দেন।
জবাবে বাংলাদেশ শুরু থেকেই ব্যর্থ হয়। প্রথম ওভারেই তিন উইকেট হারায় দল – হাবিবুর, অধিনায়ক আকবর আলী ও জিসান আলম আউট হন ক্রিস গ্রিনের বলে। পরের ওভারে মোসাদ্দেকও আউট হয়ে দলের স্কোর দুই ওভারে দাঁড়ায় ৪ উইকেটে ২৮। তবে আবু হায়দার ১৮ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে কিছুটা লড়াই করেন, সঙ্গে রাকিবুল ১০ বলে ২৫ রান যোগ করেন।
অস্ট্রেলিয়া সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে। একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটে ১০২ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ৩.৫ ওভারে জয় নিশ্চিত করে। ওপেনার আব্দুল সামাদ ১০ বলেই ৮ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। খাজা নাফাই ১৩ বলে ৩৬ রান করে আউট হন। সামাদের শেষ ওভারে পাঁচটি ছক্কা ম্যাচে চূড়ান্ত জয় এনে দেয়। আগামীকাল সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
১২০ বার পড়া হয়েছে