গণঅভ্যুত্থানের পর দেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে : মির্জা ফখরুল
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণা দেয় যে, এই পথে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত চলা অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, আজকের দিনটি শুধু বিএনপির নয়, বাংলাদেশের প্রত্যন্ত জনগণের কাছেও তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বরের চেতনা আমাদের শেখায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাব।
একই সঙ্গে, তিনি জামায়াতে ইসলামের নায়েবে আমিরের ফোন সম্পর্কে বলেন, গতকাল আমাদের স্থায়ী কমিটির বৈঠকে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সেটাই আমাদের বক্তব্য।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন- মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ; এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ অন্যান্য নেতাকর্মীরা।
১১৪ বার পড়া হয়েছে