সর্বশেষ

জাতীয়

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর অনুমোদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন এই অধ্যাদেশে গুমকে একটি চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এতে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন আটককেন্দ্র স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে, যা অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে বাধ্য থাকবে।

ভুক্তভোগী, সাক্ষী ও তথ্য প্রদানকারীদের অধিকার, সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি গুম প্রতিরোধে বিশেষ তহবিল ও তথ্যভান্ডার স্থাপনের বিষয়টিও অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, এই অধ্যাদেশ জাতিসংঘের গুম প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ গত বছরের ২৯ আগস্ট এই কনভেনশনে পক্ষভুক্ত হয়।

তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক আইন। এই অধ্যাদেশ কার্যকর হলে ভবিষ্যতে দেশে কোনো ফ্যাসিস্ট সরকার এসে গুমের রাজত্ব কায়েম করতে পারবে না এবং আর কোনো ‘আয়নাঘর’ স্থাপন সম্ভব হবে না।
 

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন