সর্বশেষ

আন্তর্জাতিক

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে সরকারি অভিযানে সংঘর্ষে ১৩ সন্দেহভাজন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলীয় রাজ্য সিনালোয়ায় সশস্ত্র হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে।

মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ জানিয়েছেন, সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নয়জনকে অপহরণ করা হয়েছিল, যাদের অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এছাড়া চারজনকে আটক করা হয়েছে।

সিনালোয়া রাজ্য দীর্ঘদিন ধরে সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন। রাজ্যটিতে সরকারি বাহিনী এলাকায় কার্টেলের নিয়ন্ত্রণ কমাতে অভিযান চালাচ্ছে, যা প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় রূপ নিচ্ছে। এছাড়া কার্টেলের ভেতরের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আঞ্চলিক আধিপত্যের লড়াইও জোরদার রয়েছে।

প্রতিবেশী যুক্তরাষ্ট্রও মাদক চোরাকারবারিদের লক্ষ্য করে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করছে। মার্কিন বাহিনীর এই আক্রমণে ইতোমধ্যে অন্তত ১৫টি মাদকবাহী নৌযান ধ্বংস হয়েছে এবং ৬৪ জন নিহত হয়েছেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন