চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের ফিলিস্তিনি বন্দি ও মৃতদেহ ফেরত
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হামাসের সঙ্গে চলমান নাজুক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল পাঁচজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। 
মুক্তিপ্রাপ্তদের সোমবার সন্ধ্যায় চিকিৎসা পরীক্ষার জন্য দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বাইরে প্রিয়জনদের ভিড়ে স্বজনরা মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হন।
আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানান, যুদ্ধবিরতির পর এটাই প্রথমবারের মতো ইসরায়েল অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে। বর্তমানে হাজারো ফিলিস্তিনি এখনো ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন, যাদের অনেকেই কোনো অভিযোগ ছাড়াই বন্দি। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে ‘স্বেচ্ছাচারী আটক’ হিসেবে অভিহিত করেছে।
এদিকে, যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইসরায়েল আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) আইডিএফের পক্ষ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয় বলে মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানায় সংবাদ সংস্থা এপি।
গাজার প্রশাসনের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া চুক্তির আওতায় এখন পর্যন্ত মোট ২৭০ জন ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত এসেছে। এর মধ্যে ৭৮টি মৃতদেহ শনাক্ত করা গেলেও সেগুলো এখনো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি।
প্রশাসনের দাবি, ফেরত পাওয়া অনেক মৃতদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে—কিছু দেহে হাত ও চোখ বাঁধা ছিল, মুখমণ্ডলে বিকৃতি এবং গভীর ক্ষত দেখা গেছে। এছাড়া, বেশিরভাগ দেহাবশেষ কোনো পরিচয়পত্র ছাড়াই ফেরত পাঠিয়েছে ইসরায়েল।
১১৬ বার পড়া হয়েছে