বিএনপির প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জেলায় বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 
সোমবার বিকেলে ২৩৭ জন প্রার্থীর নাম প্রকাশের পর থেকে পছন্দের নেতাকে প্রার্থী ঘোষণা না করায় ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও সহিংস বিক্ষোভে নামেন।
মাদারীপুর
মাদারীপুর-১ (শিবচর) আসনে জামান কামাল মোল্লাকে প্রার্থী ঘোষণার পর সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন। সন্ধ্যার পর ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ চলার সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। ভাটিয়ারী, মাদাম বিবিরহাট, পৌর সদরসহ একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। স্থানীয় সূত্র জানায়, এ সময় অন্তত ২০–২৫টি গাড়ি ভাঙচুর করা হয়।
রাত ৮টার পর ভাটিয়ারী, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করায় নাসিরাবাদ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি।
কুমিল্লা
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পর হাজি আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মেহেরপুর
মেহেরপুর-২ (গাংনী) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশ রাত ৮টার দিকে গাংনী শহরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা এ কর্মসূচি পালন করেন। দলটি এ আসনে আমজাদ হোসেনকে প্রার্থী করেছে।
কুষ্টিয়া
কুষ্টিয়া-৩ (সদর) আসনে সাবেক এমপি সোহরাব উদ্দিনকে প্রার্থী না করায় তাঁর সমর্থকরা রাত ৯টার দিকে মজমপুর রেলগেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। মধুপুর ও লক্ষ্মীপুর এলাকাতেও একইভাবে বিক্ষোভ হয়। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার।
মাগুরা
মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় রবিউল ইসলাম নয়নের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। সোমবার রাত ১০টার দিকে আড়পাড়া এলাকায় পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
১০৮ বার পড়া হয়েছে