দৌলতপুর সীমান্তে অসুস্থ ব্যক্তিকে আটক, পরিবারের কাছে হস্তান্তর
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখার কাছে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।
পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ নভেম্বর দুপুর ৩টার দিকে উপজেলার পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ফিরোজ আহম্মেদ সাদ্দাম (৩৩)-কে আটক করেন। তিনি মিরপুর উপজেলার মির্জানগর এলাকার তোফাজ্জেল শেখের ছেলে এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পরিবারের মুচলেকা নিয়ে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকে। তবুও মানবিক দৃষ্টিকোণ থেকেও আমরা দায়িত্ব পালন করি। এই ঘটনার মাধ্যমে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় জনগণ বিজিবির মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আটক ব্যক্তির পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
১১৬ বার পড়া হয়েছে