মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ পাচ্ছে সাড়ে ৫ লাখ ডলার
রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ শেষ হচ্ছে ২০২৫ সালের আইসিসি নারী বিশ্বকাপ। ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের জন্যই এটি প্রথমবার শিরোপা জয়ের সুযোগ।
বিশ্বকাপ জিতলে যে অর্থ পুরস্কার রয়েছে, সেটিও কম নয়। চ্যাম্পিয়ন দল ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা) পাবে। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া দলের প্রাপ্তি চ্যাম্পিয়নের অর্ধেক- ২২ লাখ ৪০ হাজার ডলার।
এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের ৩৫ লাখ ডলারের থেকে বহুগুণ বেশি। এমনকি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও ছিল কম- ১ কোটি ডলার।
পুরস্কার তিনটি ভাগে বিতরণ করা হয়েছে- অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান, এবং জয়সংখ্যা। অংশগ্রহণের জন্য প্রতিটি দল সমান অর্থ পায়। বাংলাদেশ এই অংশ থেকে পাচ্ছে আড়াই লাখ ডলার।
টুর্নামেন্টে অবস্থানের ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপের অর্থ আগেই উল্লেখ করা হয়েছে। বাকি দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট ১১.২০ লাখ ডলার, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দুই দল ৭ লাখ ডলার, আর সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার পাচ্ছে। বাংলাদেশ সাত ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে, ফলে অবস্থানের ভিত্তিতে পাচ্ছে ২ লাখ ৮০ হাজার ডলার।
জয়ের ভিত্তিতে বাংলাদেশ এক ম্যাচে- পাকিস্তানের বিপক্ষে- জয় পেয়েছে। এজন্য তারা ৩৪,৩১৪ ডলার পেয়েছে।
সব মিলিয়ে, অংশগ্রহণ, অবস্থান ও জয় বাবদ বাংলাদেশ পাচ্ছে মোট ৫ লাখ ৬৪,৩১৪ ডলার। বর্তমান বিনিময় হার (১ ডলার = ১২২.৩২ টাকা) অনুযায়ী এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
আজকের ফাইনালে যে দল ট্রফি জিতবে, তার সঙ্গে মিলবে এই বিপুল অর্থ পুরস্কারও।
১০৮ বার পড়া হয়েছে