সর্বশেষ

আন্তর্জাতিক

ক্যারিবিয়ানে নৌকায় মার্কিন বাহিনীর হামলা, তিন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ ঘটনা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত অভিযানে এই নৌকা লক্ষ্য করা হয়। তিনি আরও জানান, হামলায় কোনো মার্কিন সৈন্যের ক্ষতি হয়নি।

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র ১৩টি নৌকায় হামলা চালিয়েছে। এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে, ৩০ অক্টোবর পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি মাদকবাহী নৌকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র, যেখানে অন্তত চারজন নিহত হন।

মার্কিন প্রশাসনের দাবি, এসব নৌকা ভেনেজুয়েলা থেকে আসছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে। ওয়াশিংটন আরও বলছে, এসব নৌকায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন