সর্বশেষ

সারাদেশ

জামায়াত ক্ষমতায় গেলে মন্দিরও পাহারা দিতে হবেনা : এয়াকুব আলী

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকলে মসজিদ যেমন পাহারা দিতে হয় না, তেমনি মন্দিরও পাহারা দিতে হবে না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে প্রত্যেকে নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় অনুশ্ঠান পালন করতে পারবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রতিটি সেক্টরে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।

এ সময় তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর হাতে একবার রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিন, আমরা উন্নয়ন ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ উপহার দেব।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের অফিস সম্পাদক মো. ইউছুফ, উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা সাদেকুর রহমান, আমিনুল ইসলাম, দ্বীন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন