ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশে সিরিজ সমাপ্ত, রক্ষা পেল না বাংলাদেশ
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার রাতে আবারও ব্যর্থতার গল্প লিখল বাংলাদেশ।
তানজিদ হাসান তামিমের চোখধাঁধানো ৮৯ রানের ইনিংসও শেষ পর্যন্ত ঢেকে দিতে পারেনি দলের বাকি ব্যাটারদের ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটের পরাজয়ে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে ইতিবাচক ছন্দে ছিল বাংলাদেশ। তানজিদ ও সাইফ হাসানের জুটিতে ১৪ ওভার শেষে স্কোরবোর্ডে উঠেছিল ৯৯ রান। কিন্তু এরপর হঠাৎই নেমে আসে ধস। ১৫তম ওভারে সাইফ (২৩) ফিরে গেলে একে একে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শেষ ৬ ওভারে হারায় ৮ উইকেট।
তানজিদের ৬২ বলের ৮৯ রানের ঝড়ো ইনিংস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। মাত্র দুজন ব্যাটার পৌঁছান দুই অঙ্কে। ইনিংসের শেষ দিকে রোমারিও শেফার্ডের দুর্দান্ত স্পেল—যার মধ্যে ছিল একটি হ্যাটট্রিক—বাংলাদেশকে থামিয়ে দেয় ১৫১ রানে। শেফার্ড নেন ৩ উইকেট, খারি পিয়েরে ও রোস্টন চেজ নেন ২টি করে উইকেট।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দলটি। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ান রোস্টন চেজ ও তরুণ বাঁহাতি আকিম অগাস্টে।
দুজনের ব্যাটে আসে ৯১ রানের বিধ্বংসী জুটি। মাত্র ২৪ বলে ফিফটি তুলে নেন অগাস্টে—যা তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতক। ২৫ বলের ইনিংসে মারেন ৫ ছক্কা ও ১ চার। অন্যপ্রান্তে চেজ খেলেন ২৯ বলে ৫০ রানের পরিণত ইনিংস।
রিশাদ হোসেন শেষ দিকে ৩ উইকেট নিলেও (৪-০-৪৩-৩) তাতে ফল বদলায়নি কিছু। রোভম্যান পাওয়েল দলকে ১৯ বল হাতে রেখে (১৬.৫ ওভারে ১৫২/৫) সহজ জয় এনে দেন।
ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিংয়েও ছিল চোখে পড়ার মতো দুর্বলতা—কমপক্ষে তিনটি সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে। ম্যাচের শেষভাগে উইকেটকিপার নুরুল হাসানের ইনজুরিও বাড়িয়েছে দুশ্চিন্তা।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি এক নিখুঁত সিরিজ সমাপ্তি—যেখানে অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের উজ্জ্বল পারফরম্যান্স ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে। অগাস্টে ও চেজের ব্যাট, শেফার্ডের হ্যাটট্রিক—সব মিলিয়ে ক্যারিবীয়দের জন্য এটি ছিল উদযাপনের রাত।
ম্যাচ সংক্ষেপ
বাংলাদেশ: ১৫১ (তানজিদ ৮৯, সাইফ ২৩; শেফার্ড ৩/৩৬, পিয়েরে ২/২৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৫২/৫ (চেজ ৫০, অগাস্টে ৫০; রিশাদ ৩/৪৩)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৫ উইকেটে
সিরিজ ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৩–০।
১০৮ বার পড়া হয়েছে