সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে হচ্ছে না শরিফ ওসমান হাদির প্রথম জানাজা
শাহবাগের কর্মসূচি স্থগিত, বাংলামটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিল
বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
হাদি হত্যার প্রতিবাদে নড়াইল ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
রাজনীতি

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের তারেক রহমানের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন করেছেন।

সোমবার রাতে ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই ধারাবাহিক মতবিনিময় সভার সমাপ্তি হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের মনোনয়নপ্রত্যাশীরাও উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সূত্র জানিয়েছে, তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

তারেক রহমান তাঁর বক্তব্যে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিলেন। ইচ্ছে করলে তাঁকে আমি দেশে নিয়ে আসতে পারতাম, কিন্তু তিনি জনগণকে ছেড়ে আসেননি। ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও মা জনগণের পাশে থেকেছেন। সেই মায়ের ত্যাগ আমাদের ঐক্যবদ্ধ থাকার অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “যে মা নিজের বাড়ি হারিয়েছেন, সন্তান হারানোর বেদনা সহ্য করেছেন, তবুও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপস করেননি—সেই মাকে সামনে রেখে আপনাদের এক থাকতে হবে।”

বক্তব্যে তিনি একটি আদালতের উদাহরণ টেনে ঐক্য ও ত্যাগের আহ্বান জানান। তাঁর ভাষায়, “যেমন এক মা নিজের সন্তানকে ভাগ হতে দেননি, ঠিক তেমনি আপনারাও প্রার্থিতার বিভাজনের ঊর্ধ্বে উঠে দলের ঐক্যের স্বার্থে কাজ করবেন। একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করবেন—এটাই আমি প্রত্যাশা করি।”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য রাখেন।

ঢাকা বিভাগের মতবিনিময়ে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “তারেক রহমানের বক্তব্য ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আবেগময়। উপস্থিত সবাই নীরবভাবে শুনেছেন এবং অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। আমরা তাঁকে আশ্বস্ত করেছি, দলের ঐক্য রক্ষায় সবাই একসঙ্গে কাজ করব।”

বৈঠকে তারেক রহমান নেতাদের নির্দেশনা দেন—দলের স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে, এবং যাকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষেই সবাইকে কাজ করতে হবে। এছাড়া মনোনয়ন পাওয়ার পর কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা ফুল দিয়ে অভিনন্দন জানানো থেকে বিরত থাকার নির্দেশনাও দেন তিনি, যাতে দলের ঐক্য বিনষ্ট না হয়।

দলের বিভিন্ন সূত্র জানায়, এর আগে রবিবার তিনি রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন। সোমবার তিনি পৃথকভাবে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, “দেশ, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক জানান, “তারেক রহমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।”

বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, যাকে দল মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় বিএনপি নেতারা নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ ঐক্য ও সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন