সর্বশেষ

ধর্ম

হজ নিবন্ধনে সর্বনিম্ন সাড়া, সরকারি ব্যবস্থাপনায় আস্থাহারা যাত্রীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিগত কয়েক বছরের তুলনায় এবার হজ নিবন্ধনে সবচেয়ে কম সাড়া পাওয়া গেছে। ধর্ম মন্ত্রণালয়ের অদক্ষতা ও অমনোযোগিতার কারণে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের আস্থা ক্রমশ হ্রাস পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করেছেন মাত্র ৭৩ হাজার ৪১৬ জন—যা মোট কোটার প্রায় ৫৭ শতাংশ। ফলে খালি রয়ে গেছে প্রায় ৪৩ শতাংশ বা ৫৩ হাজার ৭৮২ আসন।

চলতি বছরের ২৭ জুলাই থেকে শুরু হয় হজ নিবন্ধন কার্যক্রম। তিন মাস সময় দেওয়া হলেও, নির্ধারিত সময় ১৬ অক্টোবর পর্যন্ত কাঙ্ক্ষিত সাড়া মিলেনি। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, এবারও হজ প্যাকেজের দাম প্রত্যাশিতভাবে কমানো হয়নি। বিমান ভাড়া স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ ধরা হয়েছে। ফলে অনেকেই আর্থিক চাপে হজের নিবন্ধন থেকে বিরত থাকছেন। প্রাথমিক নিবন্ধনের জন্য নির্ধারিত টাকাও অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এবার সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন মাত্র ৪ হাজার ১০২ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ হাজার ৩১৪ জন।

হজ প্যাকেজে ব্যয় বেড়েছে। গত ২৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় তিনটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করে।

প্যাকেজ-১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
খাবারের খরচ এই প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। পরদিন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) তিনটি বেসরকারি প্যাকেজ ঘোষণা করে, যার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “সম্প্রতি মুসলমানদের মধ্যে ওমরাহ পালনের প্রবণতা বেড়েছে। অনেকে ভুলভাবে মনে করেন ওমরাহ করলে হজের প্রয়োজন নেই। এছাড়া অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণেও এবার নিবন্ধনে আগ্রহ কম।”

আল-কুতুব হজ ট্রাভেলসের মালিক হাবিবুল্লাহ মুহাম্মাদ কুতুবুদ্দীন বলেন, “এবার প্রাথমিক নিবন্ধনের জন্য প্রতি হজযাত্রীর তিন লাখ ৮০ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছে—যা নজিরবিহীন সিদ্ধান্ত। এতে হজযাত্রীদের আগ্রহ কমেছে। হাব ও এজেন্সিগুলোর অনুরোধেও ধর্ম মন্ত্রণালয় খরচ কমায়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “কিছু ফ্যাসিস্ট কর্মকর্তার উদ্দেশ্যমূলক সিদ্ধান্তের কারণে সরকারি হজ ব্যবস্থাপনা বারবার বিতর্কিত হচ্ছে। বিমানের অতিরিক্ত ভাড়া নির্ধারণ এবং অগ্রিম অর্থ নেওয়ার কারণে অনেক মুসল্লি নিবন্ধনের সুযোগ পাননি।”

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন