সর্বশেষ

বিনোদন

আবারও পুত্র সন্তানের বাবা হলেন নগর বাউল জেমস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো সংগীত জগতের সুপরিচিত রকস্টার নগরবাউল জেমস আবার বিয়ে করেছেন। কিন্তু নিজে কখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাননি। সম্প্রতি সাক্ষাৎকারে এই গুঞ্জনের সত্যতা স্বীকার করেছেন তিনি।

চার মাস আগে, জুনের দ্বিতীয় সপ্তাহে তাঁর তৃতীয় স্ত্রী নামিয়া আনাম একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

জেমস জানান, তাঁর দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ২০১৪ সালে। বেনজীর যুক্তরাষ্ট্রে চাকরির জন্য পাড়ি জমানোর পর তাদের আলাদা থাকার সময় শুরু হয়। তবে সন্তানের সঙ্গে জেমসের এখনও নিয়মিত যোগাযোগ আছে। চলতি বছর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মেয়ের সাথেও দেখা করেছেন।

জেমসের তৃতীয় জীবনসঙ্গী নামিয়া আমিনের সঙ্গে পরিচয় ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে হয়। মুঠোফোন নম্বর বিনিময়ের মাধ্যমে শুরু হয় যোগাযোগ, যা ক্রমেই প্রেমে পরিণত হয়। এক বছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নামিয়ার নামের শেষে ‘আনাম’ যুক্ত করেছেন জেমস।

নামিয়া নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক। তিনি নিউইয়র্কের ব্যবসায়ী নুরুল আমিন ও গৃহিণী নাহিদ আমিনের কনিষ্ঠ কন্যা। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোররাত সাড়ে তিনটায় তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে জিবরান আনাম, যার অর্থ ‘পুনরুদ্ধার করা’ বা ‘শক্তিশালী করা’। জেমস এ শিশুকে নিজের জীবনের একটি নতুন টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন।

জেমস বলেন, “এ অনুভূতি অসাধারণ। ভাষায় প্রকাশ করা মুশকিল। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া করবেন।”

নামিয়া আনামও সুখী দাম্পত্য জীবন ও সন্তানের জন্য সবাইকে দোয়া করতে অনুরোধ করেছেন। তিনি বলেন, “আমরা অনেক আনন্দে আছি, জীবনের সেরা সময় পার করছি।”

জেমসের ব্যক্তিজীবনে এর আগে দুটি বিবাহ সম্পর্ক ছিল। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী কানিজ রাবেয়া (রথি), যাদের সংসার ১৯৯১ সালে শুরু হয়ে ২০০৩ সালে বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০০০ সালে পরিচয়, পরে যুক্তরাষ্ট্রে বিয়ে হয়। তার প্রথম সংসারে এক পুত্র ও এক কন্যাসন্তান, দ্বিতীয় সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

জেমসের নতুন জীবন ও পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়ে গুঞ্জন শেষে এখন সকলের সামনে সত্যিই খুলে দিয়েছেন নগরবাউল। নতুন জীবন এবং ছোট্ট নতুন সদস্যের জন্য সবাই তাদের সুখী ও সুস্থ জীবন কামনা করছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন