সর্বশেষ

জাতীয়

নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ ৫২০) এই সভা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারগণ, ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন: সেনাবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনীর প্রতিনিধি রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিমানবাহিনীর প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। এছাড়া ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, সিআইডি ও এসবির শীর্ষ কর্মকর্তারা, আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ডের মহাপরিচালকেরাও সভায় অংশ নেন। ইসি’র জ্যেষ্ঠ সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি কার্যকর নির্বাচনী নিরাপত্তা কাঠামো গড়ে তুলতেই এই মতবিনিময়।

এর আগে নির্বাচন কমিশন নির্বাচনের অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংলাপে ইতোমধ্যে সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে ইসি।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন