হংকং বিমানবন্দরে কার্গো বিমান দুর্ঘটনায় দুই গ্রাউন্ড স্টাফ নিহত

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন গ্রাউন্ড স্টাফ।
একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি টহল গাড়িকে ধাক্কা দেয়, ফলে গাড়িটি সাগরে ডুবে যায়।
দুবাই থেকে আসা এমিরেটসের কার্গো ফ্লাইট ইকে-৯৭৮৮ হংকংয়ের স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার ফলে টহল গাড়িতে থাকা দুই কর্মী নিহত হন। তবে বিমানে থাকা চারজন ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা গেছে, বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের উড়োজাহাজটি মাঝখান থেকে ভেঙে দুটি অংশে বিভক্ত হয়ে গেছে এবং একাংশ পানিতে ডুবে রয়েছে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ক্রু সদস্যকে জরুরি দরজা ভেঙে উদ্ধার করেন।
বিমানবন্দর অপারেশনসের নির্বাহী পরিচালক স্টিভেন ইয়াও জানান, টহল গাড়িটি রানওয়ের নিরাপত্তা সীমার বাইরে একটি সড়কে চলছিল এবং বিমানটি সেখানেই গিয়ে ধাক্কা খায়। তাঁর দাবি, গাড়িটি রানওয়ের ভেতরে ছিল না।
এমিরেটসের এক মুখপাত্র জানান, দুর্ঘটনাকালে কার্গো বিমানে কোনো পণ্য ছিল না এবং এটি তুরস্কের অ্যাক্ট এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া হয়েছিল।
এ ঘটনায় হংকংয়ের এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি (AAIA) তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত সাগর থেকে বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল রানওয়ে পুরোদিন বন্ধ থাকবে। তবে বাকি দুটি রানওয়ে সচল রয়েছে। ইতোমধ্যে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। ১৯৯৮ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরের পর এ নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটল বিমানবন্দরে।
নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হংকংয়ের পরিবহন বিভাগ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
১০৭ বার পড়া হয়েছে