ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭টি দোকান পুড়ে ছাই

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের 'নাসির দর্জি'র দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আজিজ মোল্যা মার্কেটসহ চারটি মার্কেটের একাধিক দোকানে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মনোহরী, ওষুধ, বীজ ভাণ্ডার, জুতা, রেস্টুরেন্ট ও টেইলার্সের দোকান।
খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির হোসেন জানান, "বাজারে তখন তেমন লোকজন ছিল না। আগুনের শব্দ শুনে আমরা দৌড়ে যাই। আমার নিজেরও কয়েকটি দোকান আছে, তবে সেগুলো রক্ষা পেয়েছে।"
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, "আগুনে অন্তত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কোটি টাকার ওপরে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কিছুটা দেরিতে এলেও তাদের প্রচেষ্টায় পুরো বাজার ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে।"
বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার খালেক শেখ বলেন, "আমরা পৌঁছানোর আগেই মধুখালী ইউনিট কাজ শুরু করেছিল। একসঙ্গে কাজ করে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনি।"
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম রাত দেড়টার দিকে জানান, "ঘটনায় অন্তত ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকেই দায়ী করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব পরে জানানো হবে।"
এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
১৪৮ বার পড়া হয়েছে